Good Morning Status Bangla bysourav December 17, 2019 😄😄Good Morning Status Bangla😄😄 😊Good Morning Status Bangla😊 মিষ্টি সূর্য উঠলো হেঁসে, SMS দিলাম ভালোবেসে, পাঁখির সুরে খুলাম আখি, বন্ধু তোমরা ঘুমাও নাকি, সুরৃ হলো নতুন দিন, বলছি তোমাদের Good Morning.... মিষ্টি সকাল মিষ্টি মন, ঘুমায় ছিলাম এতকন, পাঁখি ডাকছে ফুল বাগানে, ঘুমটা ভাঙ্গলো আপন মনে, নতুন সকাল নতুন দিন, প্রাণ তোমাকে জানাই Good Morning..... হলুদ পাখির মিষ্টি গান, সাত সকালের আহবান, ডাকছে পাখি ফুল বাগানে, মিষ্টি মধুর কলোটানে, নতুন সকাল নতুন দিন জানাই তোমায় GOOD MORNING...... মিষ্টি সূর্য উঠলো হেঁসে, SMS দিলাম ভালোবেসে, পাঁখির সুরে খুলাম আখি, বন্ধু তোমরা ঘুমাও নাকি, সুরু হলো নতুন দিন, বলছি তোমাদের GOOD MORNING..... ভোরের প্রথম সোনালী আলোস্বপ্ন নতুন জাগিয়ে গেলো,শিশির ভেজা ঘাসের পাতায়,তোমার হাতের আলতো ছোয়ায়,ফুটলো সকাল কাটলো রাত,তাই মিস্টি মুখে জানাই তোমায়“”সুপ্রভাত”” সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,বন্ধু তোমাকে জানাই “” শুভ সকাল “” ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে,সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,মিস্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে .“” শুভ সকাল “” তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার পানি,তুমি বর্ষার এক পশলা বৃস্টি,তুমি মাজ রাতের পূর্ণিমার চাদ,তুমি সকালের স্নিগ্ধ সূর্যের আলো,তুমি হলে আমার বন্ধু ভীষণ ভালো,******** সুপ্রভাত ********** যদি হাতে রাখো হাত,আনবো ডেকে নতুন এক প্রভাত,করবো শুরু নতুন করে দিন,বন্ধু তোমায় জানাই,“” Happy Good Morning “” রাতে মশার জ্বালা,দিনে মাছির জ্বালা,ভোরে পাখির জ্বালা ,২৪ ঘন্টা এস এম এস এর জ্বালা,সব ভুলে গিয়ে বলছি তোমায়,“”” সুপ্রভাত ”””‘ শুভ সকাল শান্ত মন,তুমি বন্ধু আছো কেমন ?রাত পোহালো ভোর হলো,আমি বন্ধু আছি ভালো,ভালো থেকো সারাদিন ,তোমাকে জানাই ….. গুড মর্নিং স্নিগ্ধ আলো রোজ সকালে,আছড়ে পড়ে নদীর তীরে,শুভ সকাল পৌঁছে দিলাম,তোমার হৃদয়ের মন্দিরে,***** Good Morning*****আমি কল্পনাতে ভাসি, তুমি ভালোবাসো বলে,আমি সুখের মাঝে হারায়, তুমি ভালোবাসো বলে,আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে, শুভ সকাল জান, চোখ খুলে দেখো দিগন্ত তোমায় ডাকছে,পাখিরা আপন সুরে গাইছে মিস্টি গান,সূর্য মামা তোমার জানালার ফাক দিয়ে আলো দিচ্ছে,আর মোবাইল টা হাতে নিয়ে দেখো, কেউ তোমায়,,গুড মর্নিং জানিয়েছে…….সুপ্রভাত….. নিশি যখন ভোর হবে,সুখ তারা গুলো নিভে যাবে,সামনে আসবে নতুন একটা দিন,দিন টা হোক অমলিন,শুভ হোক তোমার প্রতিদিন.**** শুভ সকাল ***** শিশির ভেজা কোমল হাওয়া,নরম ঘাসের আলতো ছোঁয়া ।মিষ্টি রোদের নরম আলো,আখি মেলে দেখবে চলো !সবাইকে—-*শুভ সকাল* বৃষ্টির মাঝে সকাল সাঝে, মেঘের শব্দ কানেতে বাজে ।তোমার সৃতি বুকের মাঝে, মনের ভেতর ঘন্টা বাজে ।তাই জীবন কাটাবো প্রেম হীন, ভবিষ্যৎ হবে রঙিন ।আবার এলো সেই বৃষ্টির দিন, সাবাইকে জানাই গুডমর্নিং । ভোর বেলার প্রথম আলো আসলো চোখে ঢাকা,সকাল বেলার নীল আকাশে মেলেছে পাখি পাখা,গাছের পাতার রোদ বলছে, ফুরিয়ে গেলো রাত,আজ সকালে তোমায় জানাই মিষ্টি সুপ্রভাত । ভোরের আলোয় স্নিগ্ধ হয়ে পাখিরা গাইছে গান,ঘুমিয়ে পড়া ফুল গুলো পেলো নবপ্রান ।সকাল হলো পেরিয়ে একটি দীর্ঘতম রাত ,ভালো কাটুক দিন টা তোমার জানাই সুপ্রভাত । চাঁদের আলো ফুরিয়ে এলো,তারা গুলো সব হারিয়ে গেলো,সূর্য মামা উঠলো হেসে তারিয়ে দিয়ে রাত,ভালোবেসে বন্ধু তোমায় জানাই সুপ্রভাত ।
0 Comments
Post a Comment