Broken Heart Status Bangla bysourav December 17, 2019 💔💔Broken Heart Status Bangla💔💔 Broken Heart Status Bangla পৃথিবীতে কিছু মানুষ আছে, যারা সবার মন রাখতে চাই, তারা হয়তো জানে না, সবার মন রাখতে গেলে, তার আসল মানুষকে হাড়িয়ে ফেলবে....😢😢 সব আশা ভেঙ্গে গেছে, মোরে গেছে মন,স্বপন আর দেখতে চাই না, দুচোখে এখন হৃদয়ের মরুভূমি বুকের বালুশের নিষাত্য পৃথিবিতে সবাই সার্থপর....😔😔 হয়তো কাউকে বেধে রাখার মতো অধিকার আমার নেই, কিন্তুু কাউকে মনে রাখার মতো মন আমার আছে, তাই কেউ আসাকে ভুলে গেলেও আমি কখনো তাকে ভুলতে পারবো না.... জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের সার্থে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে....... নদীর পারে বসে যখন, লিখি কবিতা, দুই নয়ন ভাসে সুধু তোমার ছবিটা, মেঘলা আকাশ একলা মন, ভাবছি কবে হবে তুমি আমার আপন জন.... টাকা দিয়ে ঘুড়ি কিনা যায়, সময় নয়, টাকা দিয়ে বই কিনা যায়, বিদ্যা নয়, টাকা দিয়ে রক্ত কিনা যায়, জীবন নয়, টাকা দিয়ে মানুষ কিনা যায়, কিন্তু মানুষের মন নয়....... গোলাপ ছিঁড়তে গিয়ে দেখে নিও তার গায়ে কাটা আছে কিনা, কাউকে কিছু বলার আগে দেখে নিও সে কষ্ট পাবে কিনা, কারো সাথে প্রেম করার আগে দেখে নিও, তার সুন্দর মন আছে কিনা........ কিছু কিছু পাতা আছে, হালকা বাতাসে ঝড়ে যায়, কিছু কিছু ফুল আছে হালকা বাতাসে শুকিয়ে যায়, আর কিছু কিছু বন্ধু আছে একটু অভিমানে ভুলে যায়........
0 Comments
Post a Comment